রাঙ্গুনিয়ার দক্ষিণ রাজানগরে ঈদে মিলাদুন্নবী(সঃ) উপলক্ষে মিলাদ মাহফিল
রাঙ্গুনিয়া:রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ছাদেকেরপাড়া এলাকাবাসী ও প্রবাসীদের যৌথ উদ্যোগে পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী(স.) উদযাপন উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে উপজেলার দক্ষিণ পূর্ব রাজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ছাদেকের পাড়া মিলাদুন্নবী উদযাপন।
কমিটির সভাপতি ব্যাংকার এস এম ইদ্রিচ তালুকদার৷ প্রধান বক্তা ছিলেন কাদেরীয়া তৈয়াবিয়া জামে মসজিদের খতিব হাফেজ গোলাম কিবরিয়া আল কাদেরী। উদ্বোধক ছিলেন রাঙ্গুনিয়া আলমশাহপাড়া কামিল বিশ্ববিদ্যালয় মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মীর মো. জাহাঙ্গীর আলম। প্রধান ওয়াজিন ছিলেন হয়রত শাহ সুফী কাজী ছালেহ আহমদ সুন্নিয়া মাদ্রাসার সহ সুপার মাওলানা কাজী রাহাতুল মোস্তফা আলকাদেরী।
হাফেজ শাহাদাত ইসলাম সাজ্জাদ’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দলিল লেখক ইলিয়াস কবির, হাবিবুর রহমান সওদাগর, মাস্টার মো. হারুন, মাস্টার নেজাম উদ্দিন চৌধুরী, মাস্টার আজিম তালুকদার, আবদুল মালেক।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন মো. রহিম, মো. হানিফ, মো. টিটু, মো. আবু, মো. জিকু প্রমুখ।