ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
মাহমুদুর রহমান (তুরান), ফরিদপুরঃ ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে আজ সকালে জেলা পুলিশের কনফারেন্স রুমে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুরের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল, পিপিএম এর সভাপতিত্বে এ সময় ফরিদপুর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
সভায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা নিয়ে আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার ফরিদপুর; মোঃ সালাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো: ইমরুল হোসেন সহ জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।