মীলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আতশন লতিফিয়া দাখিল মাদ্রাসায় তালামীযে ইসলামিয়ার ও ছাত্র সংসদের মুবারক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
হেলাল আহমদ, বালাগঞ্জ প্রতিনিধিঃ ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে তালামীযে ইসলামিয়া ০৪ নং পশ্চিম গৌরীপুর ইউনিয়ন শাখা ও হজরত শাহজালাল রহ দারুচ্ছুন্নাহ আতাশন লতিফিয়া দাখিল মাদ্রাসার ছাত্র সংসদের উদ্যোগে ‘মুবারক র্যালি ও আলোচনা সভা”অনুষ্ঠিত হয়েছে। আজ (২৪ সেপ্টেম্বর) মঙ্গলবার , সকাল ১১ ঘটিকায় আতাশন লতিফিয়া দাখিল মাদ্রাসা থেকে র্যালি বের হয়ে এলাকার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।
হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ আতাশন লতিফিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল মননাফ সাহেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান এর পরিচালনায় এবং শাখা সভাপতি আলমগীর হোসেন এর শুভেচ্ছা বক্তেব্যে মাধ্যমে র্যালি পরবর্তী আলোচনা সভা শুরু হয়।
র্যালি ও পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাবেক সহ-সাধারণ সম্পাদক
মাওলানা উসমান গনি
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মদ কুতুব আল ফরহাদ
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি শেখ রেদোয়ান হোসেন হেলাল, সংগঠনের বালাগঞ্জ উপজেলা সভাপতি, মারুফ আলম তালুকদার মিজু,মাওলানা ফয়সাল আহমদ,অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মাওলানা ছমির উদ্দিন সাহেব,মাওলানা হাফিজ জহি উদ্দিন সাহেব।
আরও উপস্থিত ছিলেন- সংগঠনের সহ সাধারাণ সম্পাদক মাহফুজ আহমদ,ও অফিস সম্পাদক মিনহাজ উদ্দিন,মঈন উদ্দিন,অর্থ সম্পাদক আব্দুল মুনাইম ও সদস্য সায়েম, সিদ্দিক,আবিদ,ইমন,মুহিবুর,হোসাইন প্রমুখ৷