কেরানীগঞ্জ মডেল থানায় শারদীয় দুর্গাপূজার মতবিনিময় সভা
কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে শারদীয় দুর্গাপূজার ২০২৪ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার বন্ধন মাল্টিপারপাস কমপ্লেক্সে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কেরানীগঞ্জ মডেল থানার ৮৬টি পূজামণ্ডপের প্রতিনিধিরা অংশগ্রহণ করে। সভায় শারদীয় দুর্গাপূজা চলাকালীন সময় সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক নিরাপত্তা বিষয়ে আলোচনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) জাহাঙ্গীর আলম।
কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোহরাব আল হোসাইন অনুষ্ঠানে সভাপতিত্বে করেন। উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা পুজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক নৃপেন বর্মন, কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোসাদ্দেক আলী বাবু, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলামসহ কেরানীগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।