ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ২:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জে ৫০ কেজি গাঁজাসহ গ্রেফতার ০৪

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, September 27, 2024 - 3:31 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 21 বার

কেরানীগঞ্জ ( ঢাকা) প্রতিনিধি : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সবজি পরিবহনের ক্যারেটে করে গাঁজা পরিবহনের সময় ১৫ লক্ষ টাকা মূল্যের ৫০ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন র‌্যাব।

গ্রেফতারকৃতরা হলেন, মো. আব্দুল মালেক (৩২), মো. জাহাঙ্গীর আলম (৪০), মো. ফখরুল ইসলাম (৪৩), মো. নজরুল ইসলাম @ নজির (৫৫) । আজ শুক্রবার বিকাল ৪ টায় বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১০ এর উপপরিচালক (অপ্স ও মিডিয়া) এম. জে. সোহেল। তিনি বলেন, গত বৃহস্পতিবার মধ্যে রাতে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ইকুরিয়া

এলাকায় ঢাকা-মাওয়াগামী রাস্তায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে একটি পিকআপের পিছনের ডালার উপর বিশেষ কৌশলে রক্ষিত সবজি বহনের কাজে ব্যবহৃত প্লাস্টিকের ক্যারেটের ভিতর হতে ১৫ লক্ষ টাকা মূল্যের ৫০ কেজি গাঁজাসহ চার জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় তাদের নিকট থেকে মাদক বহনে ব্যবহৃত ০১টি পিকআপ, ০১টি মোটরসাইকেল, ৫৫টি প্লাস্টিকের ক্যারেট, ০৫টি কাঁধব্যাগ, ০৫টি মোবাইল ফোন জব্দ করা হয়।তিনি আরও বলেন,

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকার কেরাণীগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।