সখীপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ
শরিফুল ইসলাম বাবুল, সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: ভারতে বিজেপি বিধায়ক কর্তৃক ইসলাম ও মুহাম্মদ ( সা:) কে কটুক্তির প্রতিবাদ, ছাত্র জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা ও সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে সখীপুরে গণসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার(২৭ সেপ্টেম্বর) বিকেলে সখীপুর তালতলা চত্বরে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সখীপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল লতিফ মিয়া ও সম্পাদক মাওলানা সাইফুল ইসলামের সঞ্চালনায় গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা এবিএম জাকারিয়া।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আলহাজ্ব আকরাম আলী।
এছাড়াও গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা সহ-সভাপতি অধ্যাপক রেজাউল করিম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও বৈষম্য বিরোধী আন্দোলনে টাঙ্গাইলের অন্যতম সমন্বয়ক এসএম কামরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা জয়েন্ট সেক্রেটারি আনিসুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন টাঙ্গাইল জেলা সভাপতি শহিদুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন সখীপুর উপজেলার সভাপতি মাওলানা ইলিয়াস মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।