ময়মনসিংহ সদর সাব-রেজিস্টার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ
সামদানি হোসেন বাপ্পী , ময়মনসিংহ : ময়মনসিংহ সদর সাব রেজিস্টার জাহিদ হাসান তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগ করেছেন।জাহিদ হাসান বলেন আমি ময়মনসিংহ সদর সাব রেজিস্টার হিসেবে কর্মরত আছি।ইদানিং বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় ও ফেইজবুকে আমার নামে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সংবাদ প্রকাশ হয়েছে। আমি চেষ্টা করেছি প্রতিটি কাজ স্বচ্ছতার সাথে সম্পাদন করার। আমার এই সফলতায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল সব সময় আমাকে হ্যায় প্রতিপন্ন করার চেষ্টা করেছে এবং এখনো করছে।গত কয়েকদিন আগে আমাকে নিয়ে দৈনিক আমার বার্তা
পত্রিকা ও আউচ সংবাদ নামে একটি অনলাইন পত্রিকা ফেসবুকে সংবাদ প্রচার করেছে।সেখানে বলা হয়েছে আমি নাকি ময়মনসিংহ সরকারি একোয়ার ভুক্ত জমি গোপনে দলিল করিয়ে শত কোটি টাকা হাতিয়ে নিয়েছি সেই সাথে বিভিন্ন স্থাবর,আস্তাবর,সম্পত্তির মালিক হয়েছি।উল্লেখিত সংবাদের একোয়ার ভুক্ত জমির যে দাগ খতিয়ান উল্লেখ করা হয়েছে সে দাগ এবং খতিয়ান একোয়ারভুক্ত তালিকায় নেই তাই সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমি এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই। আমাকে সামাজিক ও পারিবারিকভাবে হ্যায় প্রতিপন্ন করার জন্য এমন অপপ্রচার চালানো হচ্ছে। এইসব অপপ্রচার বন্ধ না করা হলে আমি যারা এর সাথে জড়িত সকলের বিরুদ্ধে আইন আনুগ ব্যবস্থা গ্রহণে বাধ্য হবো।
এক প্রশ্নজবাবে, জাহিদ হাসান বলেন আমি যেদিন থেকে যোগদান করেছি সে দিন থেকে সাব-রেজিস্ট্রার অফিসে অনিয়ম,দুর্নীতি দালালমুক্ত করনের লক্ষ্যে কাজ করে যাচ্ছি।শুধু সরকারি ফি প্রদানের মাধ্যমে সম্পাদিত হচ্ছে সকল প্রকার দলিল। মাইকে সকলকে বার বার বলা হচ্ছে সরকারি ফি ব্যাতীত কাওকে কোন প্রকার টাকা না দেওয়ার এবং দালাল থেকে সাবধান থাকার জন্য।ফলে স্বস্তি এসেছে দাতা, গ্রহিতা ও সেবা নিতে আসা সদর বাসির মাঝে। দেখা যায় সরকারি ফি হিসেবে নেওয়া হচ্ছে হেবা দলিল।নেই কোন দালালদের দৌরাত্ব তাছাড়া মানুষ যাতে হয়রানির শিকার ও আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য মাইকে সতর্ক করা হচ্ছে।
পরামর্শ দেওয়া হচ্ছে দালাল থেকে সাবধান থাকার। অফিসের সকল দলিল সরকারি ফির মাধ্যমে সম্পাদন করা হচ্ছে। সদর সাব রেজিস্ট্রার জাহিদ হাসান বলেন আমি আপনাদের মাধ্যমে টাকা দাবি করে তাহলে আমাকে অবহিত করার জন্য।আমি ময়মনসিংহ সাব রেজিস্ট্রার অফিসকে একটি দালাল মুক্ত, পরিচ্ছন্ন ও দূর্নীতি মুক্ত সেবা দানকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।