সবাই খেলেছে কোন রাজনৈতিক দলের ফাঁদে পা দিবেন না-আইন উপদেষ্টা আসিফ নজরুল
সিরাজগঞ্জ প্রতিনিধি : অন্তর্বর্তী সরকারের আইন, বিচার, সংস্কৃতি ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আপনারা বাংলাদেশের নাগরিক, স্বাধীন ভাবে মতামত প্রকাশ করবেন৷ আপনাদের নিয়ে খেলা তো কোন দলই কম করেনি। আমাদের কাছে মনে হয়েছে, যতেষ্টা হয়েছে। তাই কখনও কোন রাজনৈতিক দলের ফাঁদে পা দিবেন না। আপনারা কখনও বিপন্ন ও অসহায় বোধ মনে করবেন না। আমাদের সরকারের পক্ষ থেকে যত টুকু করার প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমরা করবো।
শুক্রবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টার দিকে সিরাজগঞ্জ পৌর শহরের শ্রী শ্রী মহাপ্রভুর আখড়া পূর্জা মন্ডবে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যারা শহীদ ও আহত হয়েছেন। তাদের আমি শ্রদ্ধাভরে স্বরণ করছি। নতুন বাংলাদেশ গড়তে কোন ভাবেই আমাদের এখন সময় নষ্ট করা যাবেনা। আমরা এই দেশের সকল ধর্মের মানুষ এক সাথে বসবাস করি। গত আন্দোলন কোন একটি নিদিষ্ট ধর্মের মানুষের আন্দোলন ছিলনা। সকল ধর্মের মানুষ এতে অংশ নিয়ে সফল করেছেন। এদেশে সংখ্যা লঘু বলতে কিছু নেই। আমরা সবাই বাংলাদেশের নাগরিক।
এর আগে সভায় জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) তোফাজ্জল হোসেন, পুলিশ সুপার (এসপি) ফারুক হোসেন, সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হোসেন, জেলা পূর্জা উদযাপন কমিটির সভাপতি সন্তোষ কুমার কানু, অমর কৃষ্ণ দাস, অ্যাডভোকেট কল্যাণ সাহা, প্রমূখ বক্তব্য রাখেন।