ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ৭:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় সহকারী হাই কমিশনারের পূজা মন্ডপ পরিদর্শন 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, October 12, 2024 - 12:39 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 9 বার

মুসা মিয়া চাঁপাইনবাবগঞ্জ :সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় পূজা দূর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন পূজা মন্ডপ ও মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার।

শনিবার (১২ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শিবতলা কর্মকার পাড়ার চরজোত প্রতাপ দূর্গামাতা ঠাকুরানী মন্দির, ওয়ালটন মোড়স্থ চাঁপাইনবাবগঞ্জ সাৰ্বজনীন দূর্গা মন্দির এবং বারোঘরিয়া বাইশ পুতুল পূজা মন্ডপ পরিদর্শন করেন।

এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন চরজোত প্রতাপ দূর্গামাতা ঠাকুরানী মন্দিরের পরিচালক বাসুদেব নন্দী এবং অজিত দাস। আর ভক্তদের উলু ধ্বনীতে মুখরিত হয় মন্দিরের চতুর্পাশ।

পরে ঠাকুর সমীর চক্রবর্তীর সহযোগীতায় পূজা অর্চনা শেষে দূর্গামাতার প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করেন সহকারী হাই কমিশনার মনোজ কুমার।

এ সময় পূজা উদযাপন কমিটির সভাপতি রনি নন্দী, সাধারণ সম্পাদক রাধা বল্লব কর্মকারসহ ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও চরজোত প্রতাপ দূর্গামাতা ঠাকুরানী মন্দির পরিদর্শন শেষে ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার বারোঘরিয়া বাইশ পুতুল পুজা মন্ডপ ও চাঁপাইনবাবগঞ্জ সার্বজনীন দূ্র্গা মন্দির পরিদর্শণ করেন।