দুর্গাপূজার মতো লক্ষীপূজাতেও মন্দির ও বাড়ি পাহারা দিয়ে বিএনপি
স্নিগ্ধা খন্দকার পঞ্চগড় প্রতিনিধিঃবিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ শনিবার সকালে পঞ্চগড়ের বোদা উপজেলায় বিভিন্ন দুর্গা মন্দির পরিদর্শন করেন। তিনি জানান, দুর্গাপূজার মতো লক্ষীপূজাতেও বিএনপির স্বেচ্ছাসেবকরা মন্দির এবং হিন্দুদের বাড়ি পাহারা দেবে, যাতে সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারেন।
আজাদ বলেন, বোদা ও দেবীগঞ্জ উপজেলায় দুর্গাপূজায় ২১৯টি পূজামণ্ডপে বিএনপির প্রায় সাড়ে চার হাজার স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করছে, এবং এই সেবা লক্ষীপূজাতেও অব্যাহত থাকবে। তিনি আরও জানান, বিএনপি প্রধান তারেক রহমানের নির্দেশনায় দলের কর্মীরা সবসময় প্রস্তুত রয়েছে।
তিনি হিন্দু ধর্মাবলম্বীদের আশ্বস্ত করে বলেন, “ছাত্র জনতার আন্দোলনে দেড় হাজার মানুষ শহীদ হয়েছে, যার মধ্যে হিন্দু-মুসলমান উভয়ই রয়েছেন।” পরিদর্শনের সময় ফরহাদ হোসেন আজাদ মন্দিরে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এ সময় বোদা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রভাষক আব্দুল মান্নান, আসাদুল্লাহ আসাদসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ফরহাদ হোসেন আজাদের নেতৃত্বে বিএনপি সনাতন ধর্মাবলম্বীদের জন্য দুর্গাপূজা ও লক্ষীপূজায় নিরাপত্তা ও সহায়তা নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা রাখছে। দলটির হাজারো স্বেচ্ছাসেবক মন্দির এবং হিন্দু সম্প্রদায়ের বাড়িগুলো পাহারা দিয়ে তাদের ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্নে পালনের সুযোগ করে দিচ্ছে, যা দলের সম্প্রদায়গত সম্প্রীতির প্রতিশ্রুতি বাস্তবায়নের এক উল্লেখযোগ্য পদক্ষেপ। বিএনপির স্বেচ্ছাসেবকরা দুর্গাপূজা ও লক্ষীপূজায় হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করছে।