তানোরে স্ত্রীর সাথে অভিমানে স্বামীর আত্মহত্যা
সোহানুল হক পারভেজ, রাজশাহী বিভাগীয় প্রধান : রাজশাহীর তানোরে বাড়ির পাশের আমগাছ থেকে আবুল হোসেন (৪৫) নামের এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার ভোরে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কৃষ্ণপুর দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে। তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। আবুল হোসেনের লাশ উদ্ধারের বিষয় সকালের সময় নিশ্চিত করেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। থানার পুলিশ ও এলাকাবাসী জানায়, বিয়ের পর থেকেই স্ত্রীর সঙ্গে কলহ হতো আবুল হোসেনের। তাঁদের ঘরে দুই ছেলেসন্তান রয়েছে। কয়েক দিন ধরে অবসাদে ভুগছিলেন তিনি। আজ রোববার ভোরে বাড়ির পাশে আমগাছের ডালের সঙ্গে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন আবুল হোসেন। ওসি মিজানুর রহমান সকালের সময়কে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। আমরা খোঁজখবর নিয়ে। এ বিষয়ে তানোর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।