খানসামায় বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ১২তম গাইডলাইন প্রোগ্রামের সমাপনী
মোঃ লায়ন ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলায় ঢাকা বিশ্ববিদ্যালয় খানসামা উপজেলা ছাত্র সংসদ (ডুকাস) এর আয়োজনে বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নিয়ে ১২তম গাইডলাইন প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ অক্টোবর ) দুপুরে পাকেরহাট সরকারি কলেজে এই সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে ডাকসুর সাধারণ সম্পাদক ফাহিম শাহরিয়ার হৃদয় এর সঞ্চালনায় ও ডাকসুর সভাপতি মুতাছিম বিল্লাহ সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃতাজ উদ্দিন, দিনাজপুর সরকারি কলেজের প্রভাষক শরিফুল ইসলাম, ওসি নাজমুল হোসেন সহ ডুকাসের সদস্যবৃন্দ ও সুধীজন।
সমাপনী অনুষ্ঠান শেষে ভর্তি প্রস্তুতি পরীক্ষায় উত্তীর্ণদের পুরষ্কৃত করা হয়।