ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ৭:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

নিখোঁজ ব্যাবসায়ী মিন্টু সিকদারকে গোপালগঞ্জ থেকে অপহরনকারীসহ উদ্ধার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, October 16, 2024 - 3:26 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 7 বার

মোঃ হাচিবুর রহমান,কালিয়া ( নড়াইল) প্রতিনিধিঃঢাকার বাড্ডা থেকে নিখোঁজ হয় ডলার ব্যাবসায়ী মোঃ মিন্টু সিকদার। নিখোঁজের ১ দিন পর গোপালগঞ্জ থেকে মিন্টু সিকদারকে উদ্ধার এবং অপহরনকারী ইয়াসিন শিকদারকে প্রাইভেটকারসহ আটক করে গোপালগঞ্জ থানা পুলিশ।

নিখোঁজ ডলার ব্যাবসায়ী মিন্টু সিকদার নড়াইলের নড়াগাতি থানার খাসিয়াল গ্রামের মোস্তফা সিকদারের ছেলে।

গত ১৪ অক্টোবর (সোমবার) ঢাকার বাড্ডা এলাকা থেকে অপহরণ হয় মিন্টু শিকদার এবং ওই দিনই মিন্টু শিকদারের ভাই আঃ কাদের শিকদার বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরী করেন। এ দিকে ১৫ অক্টোবর (মঙ্গলবার) ভোর ৪ টার দিকে গোপালগঞ্জের বেদগ্রাম এলাকা থেকে এসআই আসওয়াদুর রহমানের নেতৃত্বে
টহল পুলিশের একটি দল মিন্টু শিকদারকে উদ্ধার পূর্বক অপহরনকারীকে প্রাইভেট কারসহ আটক করে।

এ ঘটনায় বাড্ডা থানায় মামলা দায়ের হয়েছে এবং আাসামীকে ওই থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান।

অপহরণকারী ইয়াসিন শিকদার খাসিয়াল গ্রামের আলামিয়া শিকদারের ছেলে।

ভিকটিমের ভাই আঃ কাদের জানান, ১৪ অক্টোবর সকালে তার ভাই মিন্টু শিকদার নিখোঁজ হলে বাড্ডা থানায় সাধারন ডায়েরী করেন।পরে ঐ এলাকায় সিসিটিভি ফুটেজের মাধ্যমে দেখেন তার ভাই অপহরণ হয়েছে।কিছু সময় পর ফোনে অপহরণকারী ইয়াসিন শিকদার তার ভাই মিন্টুকে ছাড়াতে ১ কোটি টাকা মুক্তিপণ দাবি করে। না দিলে তাকে মেরে ফেলার হুমকি দেয়। ভোর রাতে জানতে পারে গোপালগঞ্জ থানা পুলিশ বেদগ্রাম থেকে মিন্টুকে উদ্ধার করে অপহরণকারী ইয়াসিন শিকদারকে আটক করেছে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, আগেও অনেক মানুষকে ইয়াসিন শিকদার অপহরণ করে তাদের পরিবার থেকে মুক্তিপণ আদায় করেছে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, এরা সকলেই ডলারের ব্যবসা করে। তাই টাকা আত্মসাত নিয়ে এ ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় ঢাকার বাড্ডা থানায় একটি সাধারন ডায়েরি হয়েছে, তাই আসামীকে বাড্ডা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।