ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ৩:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

পঞ্চগড়ে আঞ্চলিক বৈষম্য দূরীকরণে ৩ দফা দাবিতে বিক্ষোভ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, November 12, 2024 - 2:32 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 69 বার

স্নিগ্ধা খন্দকার পঞ্চগড় জেলা প্রতিনিধিঃউত্তরাঞ্চলের আঞ্চলিক বৈষম্য নিরসনের লক্ষ্যে ৩ দফা দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, পঞ্চগড় জেলা। মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে পঞ্চগড় জজকোর্টের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে জেলা বাস-মিনিবাস কোচ মালিক সমিতির সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে উত্তরবঙ্গের সুষম উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক নীতি প্রণয়নে ৩ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—উত্তরবঙ্গের দুই বিভাগ থেকে অন্তত দুইজন করে চারজন উপদেষ্টা নিয়োগ, সরকারি প্রতিষ্ঠানে আমলা ও কর্মকর্তা নিয়োগে আঞ্চলিক বৈষম্য দূরীকরণ এবং বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ।

সমাবেশে পঞ্চগড় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বী, মাসুদ রানা, মোকাদ্দেসুর রহমান সানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, উপদেষ্টাদের কাজের অগ্রগতি সাপ্তাহিকভাবে জনসমক্ষে প্রকাশ করার পাশাপাশি, দ্রুত উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগের দাবি জানান।

বক্তারা আরও বলেন, আঞ্চলিক বৈষম্য নিরসনের এই দাবিগুলো বাস্তবায়ন হলে উত্তরাঞ্চলের উন্নয়ন তরান্বিত হবে এবং বৈষম্যহীন কর্মপরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।