কেরানীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানা: জরিমানা ২৫ হাজার টাকা
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে রোহিতপুর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানে ছয়টি দোকান মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। বাজার মনিটরিং এর উপর আজ সকালে কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকারের নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মহুয়া শারমিন মুনমুন ও ও ভ্রাম্যমান আদালতের বেঞ্চ সহকারি রাজীব দত্তসহ কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ সদস্যগন । কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউউটিভ ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকার জানান,বাজার মনিটরিং এর উপর এ অভিযান অব্যাহত থাকবে।