ফরিদপুরে পুলিশের কনষ্টেবল পদে লিখিত পরীক্ষা দিতে এসে ভু‚য়া পরীক্ষার্থী আটক
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে টাকার বিনিময়ে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের লিখিত পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী সেজে এস.এম শামীম (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে ফরিদপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় পরীক্ষার্থী বিকুল (১৯), রোল নং- ৫৫১০৬৩৬ সেজে পরিচয় দিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশকালীন সময়ে ভুয়া পরীক্ষার্থী শামীমকে আটক করা হয়। আটক শামীম ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের মুরারীদহ গ্রামের মৃত বিল্লাল শেখের ছেলে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী মঙ্গলবার সকাল ১০ টা হতে বেলা সাড়ে ১১ টা পর্যন্ত ফরিদপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে লিখিত পরীক্ষার সময় নির্ধারিত ছিল। মুল ফটকে পরীক্ষা শুরুর পূর্ব হতে পরীক্ষার্থীদের জেলা পুলিশের একটি টিম পরীক্ষায় প্রবেশপত্র ও নাম ঠিকানা যাচাই করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে থাকে। পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ প্রবেশপত্র দেখিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে থাকাবস্থায় একপর্যায়ে ভুয়া পরীক্ষার্থী এস এম শামীম একটি প্রবেশপত্র হাতে নিয়ে পরীক্ষায কেন্দ্রের গেটে হাজির হয়ে তার হাতে থাকা প্রবেশপত্রটি ডিউটিরত পুলিশ টিমকে দেখান। ডিউটিরত পুলিশ টিম প্রবেশপত্রে উল্লেখিত মূল পরীক্ষার্থীর ছবি ও ভুয়া পরীক্ষার্থী এস এম শামীম এর চেহারার সাথে অমিল দেখতে পান এবং ডিউটিরত পুলিশ টিম এর নিকট সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে সে প্রবেশপত্রে উল্লেখিত ঠিকানাটি নিজের বলে প্রথমত দাবী করলেও জিজ্ঞাসাবাদের একপর্যায়ে শিখার করে সে মূল পরীক্ষার্থী বিকুল তালুকদার নয়। তার প্রকৃত নাম এস এম শামীম। সে মূল পরীক্ষার্থী বিকুল তালুকদারকে পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার জন্য ১০ হাজার টাকা চুক্তি করে।
ডিউটিরত পুলিশ সদস্যগণ তার দেহ তল্লাশী করে তার পরিহিত প্যান্টের পকেট হতে ছোট ইলেকট্রনিক্স ডিভাইস (ব্লুটুথ) সহ একটি ডেবিট কার্ড সদৃশ ইলেকট্রিক ডিভাইস (কাগজের লেভেল লাগানো নাম্বার ও নামসহ মাষ্টার কার্ড লেখা) এবং মূল পরীক্ষার্থীর প্রবেশপত্র পাওয়া যায়। এস এম শামীমকে অপরের পরিচয় দিয়ে পরীক্ষায় অংশগ্রহনের প্রবেশকালে তাকে আটক করা হয়।