বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলন গুলি করে হত্যার চেষ্টার মামলায় এক দিনের রিমান্ডে নরসিংদীর সাবেক এমপি সিরাজুল
নারায়ণগঞ্জ প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে নারায়ণগঞ্জের ফতুল্লায় হৃদয় নামে এক যুবককে গুলি করে হত্যার চেষ্টার মামলায় নরসিংদী–৩ আসনের সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলামের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
আজ মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বদিউজ্জামানের আদালত তাকে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত জিজ্ঞেসাবাদের জন্য এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ জানায়, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের সময় ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের মাহমুদপুর এলাকায় ছাত্র জনতার উপর গুলি বর্ষণসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এসময় হৃদয় নামে এক যুবককে গুলিতে আহত হন৷ এ ঘটনায় হত্যার চেষ্টার মামলায় রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলামকে৷