ফরিদপুরে নিখোঁজের দুইদিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
ফরিদপুর প্রতিনিধি : নিখোঁজের দুইদিন পর ফরিদপুর শহরতলীর গেরদা এলাকায় একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় আবরার জাওয়াদ দারুন (১৫) নামের নবম শ্রেনীর এক স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার বিকাল চারটার দিকে গেরদা এলাকার জনৈক এনাম মিয়ার পুকুরে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। গত রোববার বাড়ি থেকে বের হয়ে দারুন আর বাড়ী ফিরেনি।
পুলিশ ও নিহতের ¯^জনেরা জানান, শহরের চরকমলাপুর এলাকার প্রবাসী কামরুল হাসানের ছেলে ও শহরের শাহীন স্কুলের নবম শ্রেনীয় ছাত্র আবরার জাওয়াদ গত দুইদিন আগে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। এরপর পরিবারের লোকজন শহরের বিভিন্ন এলাকায় খোঁজাখুজি করে না পেয়ে গত সোমবার রাতে স্কুলছাত্রের চাচা মার্শাল টিটু ফরিদপুর কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়রি করেন। গতকাল মঙ্গলবার বিকালে স্থানীয়রা শহরতলীর গেরদা এলাকায় একটি পুকুরে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের ¯^জনেরা লাশটি আবরার জাওয়াদের বলে সনাক্ত করে।
নিহতের পরিবারের অভিযোগ, জাওয়াদকে হত্যা করে লাশটি পুকুরে ফেলে দেওয়া হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে কোতয়ালী থানার পরিদর্শক (ওসি-তদন্ত) মো. জাফর ইকবাল জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।