ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ৭:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাজাপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে ১৫শ নারিকেল গাছ বিতরন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, November 12, 2024 - 5:03 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 14 বার
কঞ্জন কান্তি চক্রবর্তী, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে উপজেলার আড়াইশ শিক্ষা প্রতিষ্ঠানসহ কয়েকটি স্থানে ১৫শ পিস নারিকেল গাছ বিতরন ও রোপন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ধানসিঁড়িটি নদীর তীরে কবি জীবনানন্দের সংগ্রহ শালায় নারিকেল গাছ রোপনের মধ্যে দিয়ে এ বিতরনী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে পূবালী ব্যাংকের উপ মহা ব্যবস্থাপক ও বরিশাল অঞ্চলের প্রধান রুহুল আমিন প্রধান অতিথি ও ইউএনও রাহুল চন্দ সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় সহকারি কমিশনার ভূমি হাসান মোহাম্মদ শোয়াইব, ওসি ইসমাইল হোসেন, রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি রহিম রেজা ও পূবালী ব্যাংকের উপজেলা ব্যবস্থাপক মৃনাল কান্তি দাসসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। পরে পূবালী ব্যাংকের পক্ষ থেকে উপহার হিসেবে উপজেলা কল্যান ক্লাবে ২ টি এসি প্রদান করা হয়।