চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী আটক
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে আটক করেছে বৃহস্পতিবার(১৪ নভেম্বর) সকালে। আটক আসামীকে ওইদিন রাঙামাটি জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার ড.এসএম ফরহাদ হোসেনের দিক নির্দেশনায় থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামালের তত্ত্বাবধানে ঘটনারদিন বেলা ১১টায় এসআই মো.মকবুল হোসেন, এএসআই অশোক শীল ও সঙ্গীয় ফোর্স রাইখালী ইউনিয়নের কারিগর পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময়
সিআর মামলা নং-১৯১/১১ এর দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী দাসিং মং মার্মা (৪২), পিতা-থোয়াইনু মার্মা, স্থায়ী গ্রাম-কারিগরপাড়া, থানা-চন্দ্রঘোনা, উপজেলা- কাপ্তাই, জেলা- রাঙামাটি’কে আটক করা হয়। আটক আসামীকে ওইদিনই জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্র জানিয়েছে।