কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দের সাথে ফেনী জেলা ছাত্রদলের প্রীতি ফুটবল ম্যাচ
ফেনী জেলা প্রতিনিধি:ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দের সাথে ফেনী জেলা ছাত্রদলের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার রাতে ফেনী স্পোর্টস এরিনা মাঠে জেলা ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত ফুটবল ম্যাচে ফেনী জেলা ছাত্রদল টিম ৮-৩ গোলে কেন্দ্রীয় ছাত্রদল টিমকে পরাজিত করে।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী হাবিবুল্লাহ মানিক।
এতে বিশেষ অতিথি ছিলেন ফেনী পৌর বিএনপির সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মনজুর আলম রিয়াদ।
এর আগে উক্ত প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী।
ফুটবল ম্যাচটি দেখার জন্য ছাত্রদলের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সাধারণ দর্শকদের ভিড় লক্ষ্য করা যায়।