ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৯:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বাংলাদেশ সোসাইটির নির্বাচন সেলিম-আলী প্যানেলের বর্ণাঢ্য বিজয় উৎসব

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, November 15, 2024 - 10:21 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 23 বার

হাকিকুল ইসলাম খোকন ,বাপসনিউজঃ বাংলাদেশ সোসাইটির নির্বাচনে ভূমিধস বিজয়ী ‘সেলিম-আলী’ প্যানেলের বিজয় উৎসবে বাংলাদেশি কমিউনিটির ঢল নেমেছিলো। গত ১১ নভেম্বর ২০২৪,সোমবার সন্ধ্যায় নিউইয়র্কের উডসাইডে তিব্বত কমিউনিটি সেন্টারের বিশাল হল রুমে আয়োজিত এই উৎসবে এক প্রকার ‘তিল ধারণের ঠাঁই’ ছিল না। খবর বাপসনিউজ।অনুষ্ঠানমালার মধ্যে ছিলো সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য, নির্বাচিতদের ফুল দিয়ে বরণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশ ভোজ।

সেলিম-আলী প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির কেন্দ্রীয় আহ্বায়ক, বিশিষ্ট ব্যবসায়ী ও আজকাল সম্পাদক শাহনেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন, গীতা ও বাইবেল থেকে পাঠ করার পর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। কোরআন থেকে তেলাওয়াতের পর বিশেষ দোয়া পরিচালনা করেন সোসাইটির নবনির্বাচিত সমাজকল্যাণ সম্পাদক জামিল আনসারী। গীতা থেকে পাঠ করেন সানি গোপ। বাইবেল থেকে পাঠ করেন ডা. টমাস দুলু রায়। এরপর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধসহ দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

বাংলাদেশ সোসাইটির বিদায়ী সভাপতি মোহাম্মদ রব মিয়া, সেলিম-আলী প্যানেলের নির্বাচিত সভাপতি আতাউর রহমান সেলিম ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, এই প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আজমল হোসেন কুনু, প্রধান উপদেষ্টা মোঃ হোসেন খান, প্রধান সমন্বয়কারী কাজী আজহারুল হক মিলন, যুগ্ম আহ্বায়ক কাজী সাখাওয়াত হোসেন আজম, বর্তমান ও নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান ও নবনির্বাচিত সহ-সভাপতি কামরুজ্জামান কামরুলসহ জ্যামাইকা, ওজোনপার্ক, ব্রুকলিন, উডসাউড ও ব্রঙ্কস এলাকার নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ মঞ্চে ছিলেন।

অনুষ্ঠানে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির শীর্ষ নেতৃবৃন্দ নির্বাচিত কর্মকর্তাদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং বরণ করে নেন। শুভেচ্ছা বক্তব্য পর্বে সোসাইটির সভাপতি মোহাম্মদ রব মিয়া, আজমল হোসেন কুনু, আতাউর রহমান সেলিম, মোহাম্মদ আলী, মহিউদ্দিন দেওয়ান ও কামরুজ্জামান কামরুল সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। যৌথভাবে অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন সেলিম-আলী প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব তোফায়েল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ।

মোহাম্মদ রব মিয়া বলেন, সোসাইটি সভাপতি হিসেবে আমি সবার। নির্বাচনে যারা পরাজিত হয়েছেন তারাও আমার লোক, আর যারা বিজয়ী হয়েছেন তারাও আমার লোক। সবাইকে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তিনি বলেন, নির্বাচন শেষ সোসাইটি এখন আমাদের সবার। সোসাইটির যে কোনো প্রয়োজনে তিনি সবসময় এক সাথে কাজ করার প্রতিশ্রুতি দেন।

নির্বাচিত সভাপতি আতাউর রহমান সেলিম বলেন, আমরা দুই প্যানেল থেকে নির্বাচন করেছি। নির্বাচন শেষে এখন আমরা সবাই এক প্যানেলের। এখন আর সেলিম-আলী বা রুহুল-জাহিদ প্যানেল নয়, সবাই বাংলাদেশ সোসাইটির প্যানেল। তিনি কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠাসহ তার প্যানেলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার করেন এবং এজন্য সকল বাংলাদেশির সার্বিক সহযোগিতা কামনা করেন।

নির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, সোসাইটির সম্মানিত ভোটাররা ভোট নিয়ে সেলিম-আলী প্যানেলের সকল প্রার্থীকে নির্বাচিত করে যে সম্মান দেখিয়েছেন তার জন্য আমরা সবার কাছেই কৃতজ্ঞ।

শাহনেওয়াজ তার বক্তব্যে সেলিম-আলী প্যানেলেকে নির্বাচিত এবং বিজয় উৎসব অনুষ্ঠানটি সফল করায় সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

সবশেষে ছিলো নৈশভোজের পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে জনপ্রিয় শিল্পী রানো নেওয়াজসহ প্রবাসের জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। এই পর্ব পরিচালনায় ছিলেন সোসাইটির নবনির্বাচিত সাংস্কৃতিক সম্পাদক ও জনপ্রিয় কণ্ঠশিল্পী অনিক রাজ।