ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ১০:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

চিরিরবন্দরে নজরুল পাঠাগার ও ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, November 17, 2024 - 12:58 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 5 বার

পি. কে রায়, স্টাফ রিপোর্টারঃ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর নজরুল পাঠাগার ও ক্লাবের উদ্যোগে কৃতি ফুটবল খেলোয়াড় মরহুম ওয়াহিদুল ইসলাম ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্ট প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার (১৬ নভেম্বর) বিকাল সাড়ে ৩ ঘটিকায় নজরুল পাঠাগার ও ক্লাব মাঠে এই ফুটবল ফাইনাল খেলায় অংশ গ্রহণ করেন “রাজশাহী এক্সপ্রেস” দিনাজপুর বনাম “খেলোয়াড় কল্যাণ সমিতি” বীরগঞ্জ।

বিশিষ্ট ক্রীড়ানুরাগী মো. রইছুল আজমের সভাপতিত্বে ও মোঃ শহীদ আহমেদের সঞ্চালনায় ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা।
খেলায় বিশেষ অতিথি হিসেবে চিরিরবন্দর উপজেলা সমাজসেবা অফিসার মো. হামিদুর রহমান, নীলফামারীর জলঢাকা উপজেলা কৃষি অফিসার সুমন আহমেদ, সোনালী ব্যাংক পিএলসি বগুড়া জিএম মোঃ রশিদুল ইসলাম, সৈয়দপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেন,

ইছামতি সামাজিক উন্নয়ন সংঘের ক্রীড়া সম্পাদক মোঃ জনি মাহবুব এবং স্থানীয়দের মধ্যে মোশাররফ হোসেন নান্নু, অ্যাড. তুষার কান্তি রায়, বাবু নন্দীশ্বর দাস, আরিফ আহমেদ, ফুটবলার আব্দুল কাইয়ুম (কাই), মো. আইনুল বারী, গোলাম রব্বানী প্রমূখ উপস্থিত ছিলেন। খেলায় “খেলোয়াড় কল্যাণ সমিতি” বীরগঞ্জ ১-০ গোলে “রাজশাহী এক্সপ্রেস” দিনাজপুরকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।