ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১০:১১ অপরাহ্ন

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার পদোন্নতিতে বদলি জনিত বিদায় সংবর্ধনা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, November 20, 2024 - 11:10 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 7 বার

স্টাফ রিপোর্টারঃ উপপরিচালক পদে পদন্নোতি পাওয়ায় ময়মনসিংহের জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সানোয়ার হোসেনকে দুর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তরের ময়মনসিংহ জেলায় কর্মরত উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) দের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) সকালে ময়মনসিংহ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে তাঁকে এ সংবর্ধনা দেয়া হয়।

দুর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তরের ময়মনসিংহ জেলায় কর্মরত উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসারদের পক্ষ থেকে এ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা, ত্রিশাল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদ উল্লাহসহ অন্যন্য উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাগণ। সকালে সৌজন্য সাক্ষাৎ শেষে বিদায়ী পদোন্নতি প্রাপ্ত সংবর্ধিত অতিথি সানোয়ার হোসেন কে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন সকল কর্মকর্তা বৃন্দ এবং একই সাথে তার দীর্ঘায়ু ও সু-স্বাস্থ্য কামনা করা হয়।