খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত
আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :এতিহ্যবাহী খাগড়াছড়ি প্রেসক্লাব’র অন্তর্বর্তীকালীন কমিটির সাধারণ সভা ও পার্বত্যাঞ্চলের গুণী সাংবাদিক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২২নভেম্বর) সকাল ১০ টায় খাগড়াছড়ি সদরস্থ অফিসার্স ক্লাবের অডিটোরিয়ামে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
আয়োজনে খাগড়াছড়ি প্রেসক্লাবের সহ-সভাপতি মো. জহুরুল আলম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সভাপতি ওয়াদুদ ভূইয়া এবং অনুষ্ঠান উদ্বোধন করেন গুণী সাংবাদিক ও দৈনিক গিরিদর্পন পত্রিকার সম্পাদক এ. কে. এম মকসুদ আহমেদ।
আয়োজনে গুণী ও সিনিয়র সাংবাদিকদের সংবর্ধনা দেয়া হয়েছে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী’র আমীর সৈয়দ আব্দুল মোমেন,বাংলাদেশ ইসলামী আন্দোলনের জেলা সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন,গুণী সাংবাদিক ও বান্দরবান প্রেসক্লাবের সাবেক সভাপতি বাদশা মিয়া,খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি ও গুণী সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্য, রাঙ্গামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক,খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জসীম উদ্দিন মজুমদার,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো. জাহিদ হাসান।