ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৪:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ডিএমপির নতুন কমিশনার  শেখ মোঃ সাজ্জাত আলী

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, November 20, 2024 - 6:36 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 24 বার

মোঃ নাসির, প্রতিনিধিঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক শেখ মো. সাজ্জাত আলী। তিনি বর্তমান ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের স্থলাভিষিক্ত হচ্ছেন।

বুধবার (২০ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী প্রাক্তন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্ব) জনাব শেখ মো. সাজ্জাত আলীকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়।