ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৮:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

গোলাম মোর্তোজাকে যুক্তরাষ্ট্রে প্রেস মিনিস্টার নিয়োগ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, November 22, 2024 - 6:45 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 29 বার

হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃ সিনিয়র সাংবাদিক গোলাম মোর্তোজাকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে প্রেস মিনিস্টার হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।খবর বাপসনিউজ ।

গত মঙ্গলবার ,১৯ নভেম্বর ২০২৪,জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব আবুল হায়াত মো. রফিকের সই করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, অন্য যেকোনও পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এই আদেশ জারি করা হলো।