ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ২:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

শেখ হাসিনার ক্ষমতা ছিল কিন্তু দায়িত্ব ছিল না —গয়েশ্বর

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, November 26, 2024 - 2:45 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 6 বার

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন সংস্কারকরতে করতে আসল বিষয় যেন হারিয়ে না যায়।সংস্কার আগে না ভোটের অধিকার আগে। এ বিষয়টি অন্তবর্তী কালীন সরকারের মাথায় রাখতে হবে অন্তর্বর্তী কালীন সরকারের মাথায় রাখতে হবে। রাষ্ট্র সংস্কারের জন্য বিএনপি ইতিমধ্যেই ২৯ টি সংস্কারের প্রস্তাব দিয়েছে।

নির্বাচিত জনপ্রতিনিধিরাই সংস্কার করলে কোন সমস্যা থাকে না। কিন্তু অন্য কেউ করলে তা জনমনে প্রশ্ন থেকে যাবে। তিনি আজ সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদরামচরণ কামুচান শাহ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ইউনিয় ৯ নং ওয়ার্ড বিএনপি’র কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরো বলেন দেশের অবস্থা এখনো এলোমেলো।

চারদিকের আলামত বেশি ভালো নয়। দেশের জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে কোন বিদেশি শক্তি যতই শক্তিশালী হোক তাতে দেশের কোন ক্ষতি করতে পারবে না। হাসিনা ক্ষমতাবান ছিলেন কিন্তু রাষ্ট্রের দায়িত্ব পালন করেন নাই। তিনি শুধু দলীয় সেবায় নিয়োজিত ছিলেন কিন্তু জনগনের সেবায় ছিলেন না। হাতে নিয়া জোর করে ক্ষমতা নিয়ে ছিলেন তাই তিনি আজ ক্ষমতা হারিয়েছেন।

আমরা যদি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারি তাহলে বিএনপি জনগণের দুয়ারে দুয়ারে সেবা পৌঁছে দেবে। বিএনপিকে ভালবেসে আপনারা ঘরে ঘরে দুর্গ গড়ে তুলুন। গয়েশ্বর আরো বলেন, পতিত স্বৈরাচারী শেখ হাসিনার সরকার দেশের সম্পদ লুটপাট করে দেশকে বোগলা করে ফেলেছে। সেই ক্ষত পূরণ করতে আমাদের ৩২ বছর সময় লাগবে।

তারা যে পরিমাণ টাকা বিদেশে পাচার করেছে সেই টাকা যদি দেশে বিনিয়োগ হত তাহলে দেশের অর্থনৈতিক অবস্থায় এত শোচনীয় হতো না। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের উপর রাজনীতি করি। তাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধরে রাখতে হলে ধানের শীষে ভোট দিয়ে খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে। ইউনিয়ন বিএনপি’র ৯নং ওয়ার্ডের সাবেক সভাপতি সামসুদ্দিন আহমেদের সভাপতিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নিপুন রায়চৌধুরী, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু,ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন বাবুল ও কৃষক দল নেতা হায়াত আলী ভান্ডারী। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ওমর শাহনেওয়াজ, মোকাররম হোসেন সাজ্জাদ, আলহাজ্ব জিতু সর্দার, দক্ষিণ কেরানীগঞ্জ থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আসাদুর রহমান সোহেল প্রমূখ।