ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ১১:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বন্দরটিলা এলাকা থেকে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, November 27, 2024 - 2:37 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 7 বার

বিশেষ সংবাদদাতাঃ চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন বন্দরটিলা কাঁচাবাজার গলি নাদিয়া ম্যানশন এর সামনে লেদাইয়া কলোনীর গলির মুখ রাস্তার উপর‌ থেকে বিল কমিটি মোঃ আজম ও সিকিউরিটি মামুনুর রশিদ এর সহযোগিতায় সিএমপি ইপিজেড থানার এসআই (নিঃ)/ জয়নাল আবেদীন, বিপি-৮৬০৬১০৮২১২,সঙ্গীয় কং/১৩২৮ মাহাবুব আলম, কং/৩৭৪৮ মিন্টু বডুয়া, কং/৪০৭৬ মোঃ বিল্লাল হোসেন সহ বিশেষ অভিযান পরিচালনা করে তিনজন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

উক্ত গ্রেফতারকৃত আসামীরা হলেন,১। মোঃ রাশেদ (৩৫), পিতা-আবুল বাসার, মাতা-মৃত জাহানারা বেগম, সাং-ইছাপুর, ভেন্ডার গো বাড়ী, ৮নং পাইকপাড়া ইউপি, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর, বর্তমানে-আলী শাহ মসজিদ কবরস্থান গলি, আলম ম্যানশন ২য় তলা রুম নং-০৪, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম, ২। মোঃ ইমন (১৯), পিতা-মোঃ রিপন হোসেন, মাতা-শাহিনুর বেগম, সাং-ছোট হোলদিয়া, মিয়া প্রধানিয়ার বাড়ী, থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুর, বর্তমানে-বন্দরটিলা, বাহাদুর কলোনী, আসলাম বিল্ডিং ৩য় তলা, রুম নং-০১, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম, ৩। জয় চক্রবতী (২০), পিতা-চন্দন চক্রবতী, মাতা-অচনা চক্রবতী, সাং-বাঘদন্ডি ৯নং ওয়ার্ড, দলঘাট ইউপি, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-বন্দরটিলা কাঁচাবাজার গলি, মির্জা ম্যানশন ২য় তলা, রুম নং-০৫, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম

পুলিশে সূত্রে জানা যায়,এদের দখল হইতে জব্দকৃত ২১ (একুশ) পিচ অ্যামফেটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে নাদিয়া ম্যানশন এর সামনে লেদাইয়া কলোনীর গলির মুখ রাস্তার উপর তিনজন ব্যক্তি মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করিতেছে। উক্ত সংবাদ প্রাপ্ত হইয়া আমি তাৎক্ষনিকভাবে অফিসার ইনচার্জ ওসিকে অবহিত করিয়া তাঁহার নির্দেশে সঙ্গীয় ফোর্সসহ গত ২৫/১১/২০২৪ খ্রিঃ তারিখ ১২.৪৫ ঘটিকার সময় ঘটনাস্থলে পৌঁছিলে পুলিশের উপস্থিতি টের পাইয়া তিনজন ব্যক্তি পালানোর চেষ্টাকালে আমি সঙ্গীয় ফোর্সদের সহায়তায় তাহাদের’কে আটক করি। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তাহারা উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করতঃ তাহাদের হেফাজতে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট আছে বিধায় পালানোর চেষ্টা করিতেছিল বলিয়া জানায়।

আসামীদেরকে জিজ্ঞাসাবাদে তাহারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন উৎস হইতে কম মূল্যে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করিয়া ঘটনাস্থল এলাকা সহ আশপাশের এলাকায় মাদকসেবীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করিয়া আসিতেছিল মর্মে স্বীকার করে। ধৃত আসামীরা অবৈধ মাদকদ্রব্য অ্যামফেটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ নিজ হেফাজতে রাখিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারার শাস্তিযোগ্য অপরাধ করেছে ‌ এই তিনজনকে গ্রেফতার করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে সাংবাদিকদের জানান।