ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ১১:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কবিতা “শাপলা পদ্ম দুই ভাই” 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, November 29, 2024 - 6:26 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 51 বার
আব্দুস সাত্তার সুমন 
পদ্ম বলে আমার রং যে
তোমার চেয়ে ভালো,
শাপলা বলে ছোট ভাই
কি যে কথা বলো?
বড় আমি সাদা রংয়ের
তুমি হলো লালে,
মেহমান হয়ে আসো
রং বেরঙের খালে।
বিলে ঝিলে থাকি মোরা
শাপলা পদ্ম দুজন,
বছর শেষে দেখা মিলে
ভাই হয়ে সজন।
শীত গ্রীষ্ম বারোমাসি
তুমি আমার সাথী,
ভেদাভেদ নাহি করি
আমরা একই জাতি ।