ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১০:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের উদ্যোগে শব্দদূষণ নিয়ন্ত্রণে কার্যক্রম

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, November 30, 2024 - 9:54 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 10 বার

স্নিগ্ধা খন্দকার পঞ্চগড় জেলা প্রতিনিধিঃপঞ্চগড়ে শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবহন শ্রমিক ও চালকদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শব্দদূষণ নিয়ন্ত্রণ সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় শনিবার (৩০ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তর পঞ্চগড় কার্যালয়ের সহকারী পরিচালক ইউসুফ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম ইমাম রাজী টুলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. নিশাত আনজুম মারফি এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আব্দুল হালিম।

কর্মশালায় শব্দদূষণের ক্ষতিকর প্রভাব ও এর প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা শব্দদূষণ থেকে পরিবেশ ও স্বাস্থ্য রক্ষায় জনসচেতনতার ওপর জোর দেন। কর্মশালায় কয়েক শতাধিক পরিবহন শ্রমিক, চালক এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এই কর্মশালা পরিবহন শ্রমিক ও সাধারণ মানুষের মাঝে শব্দদূষণ প্রতিরোধের গুরুত্ব এবং সচেতনতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। এমন উদ্যোগ পরিবেশ রক্ষার পাশাপাশি জনস্বাস্থ্যের উন্নতিতেও সহায়ক হবে।