ঢাকা | ডিসেম্বর ২৮, ২০২৪ - ৬:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

আগামীতে প্রতিটি সংসদ নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে —–আমান উল্লাহ আমান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, December 1, 2024 - 3:01 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 12 বার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, আগামীতে প্রতিটি সংসদ নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। বিগত ১৫বছরে ৩টি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেননি। দিনের ভোট রাতে দিয়ে তারা নির্বাচিত হয়েছিলেন।

বাংলাদেশকে নিয়ে পাশের দেশ নষ্ট করার জন্য নানা ষড়যন্ত্র করছে। তাদের এই ষড়যন্ত্র সফল হতে দেওয়া যাবে না। তিনি আজ বিকেলে কেরানীগঞ্জের কলাতিয়া মানিক চৌধুরীর মাঠে কলাতিয়া ইউনিয়ন বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরো বলেন, খুব শীঘ্রই বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বীরের বেশে এদেশে ফিরে আসবে। আগামীতে আমরা স্বনির্ভর বাংলাদেশ দেখতে চাই, জিয়াউর রহমানের বাংলাদেশ দেখতে চাই।খালেদা জিয়ার নেতৃত্বেই স্বৈরাচারী এরশাদ সরকারকারকে হটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছিল।

অন্তর্বর্তীকালীন সরকার আন্তরিকভাবে বিভিন্ন সংস্কার করে দেওয়ার পরিকল্পনা করছে। নির্বাচনে বিএনপি বিপুল ভোটে বিএনপি আবার ক্ষমতায় আসবে। সারাদেশে এখন বিএনপি’র জোয়ার এসেছে। কলাতিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক চান মিয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা বিএনপি’র সিনিয়র যুগ্ন সম্পাদক মনিরুল হক মনির, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ওয়ালি উল্লাহ সেলিম, বিএনপি নেতা সেলিম রেজা, সাবেক ছাত্রদল নেতা পলাশ প্রমুখ।