কেরাণীগঞ্জে গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে আলোচনা সভা
কেরাণীগঞ্জ ( ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরাণীগঞ্জে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেলে উপজেলা উপজেলা নিবার্হী সভা কক্ষে স্মরণ সভার সভাপতিত্ব করেন, কেরাণীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মো. আরিফুর রহমান, কৃষি কর্মকর্তা মহুয়া৷ শারমিন মুনমুন, পল্লী উন্নয়ন কর্মকর্তা তাইয়ুবুর রহমান, শিক্ষা কর্মকর্তা আনজুমান আরা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা মালা বড়াল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফুল ইসলাম, কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গনি , উপজেলা একাডেমিক সুপার ভাইজার হালিমা আক্তার, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. সাহা আলম প্রমেূখ।
সভায় সভাপতিত্বের বক্তব্যে রিনাত ফৌজিয়া বলেন, ছাত্রজনতার আন্দোলনে দেশে বৈষম্য দূর হয়েছে। যাদের রক্ত ও প্রাণের বিনিময় দেশে সাম্য ফিরে এসেছে তাদের স্মরণেই আজ এই স্মরণ সভা। আমরা তাদের ভুলতে পারিনা। তাদের নাম ইতিহাসে লেখা থাকবে। পরিশেষে তাদের আত্মা মাগপেরাত কামনা করেন। স্মরণসভায় ছাত্র-জনতার আন্দোলনে নিহত ছয় পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুদান প্রদান করা হয়।