ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ১১:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

চন্দ্রঘোনায় বিজয় দিবস উন্মুক্ত নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, December 10, 2024 - 5:15 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 38 বার

কাপ্তাই প্রতিনিধি:- কাপ্তাইয়ের চন্দ্রঘোনাস্থ কেপিএম ব্রীকফিল্ড মাঠে “বিজয় দিবস উন্মুক্ত নকআউট ফুটবল টুর্নামেন্ট”-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার(১০ ডিসেম্বর) বিকেলে। বারঘোনা তরুন সংঘ ক্লাবের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী পেপার মিলের এমডি শহিদ উল্ল্যাহ। এতে বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই থানার ওসি মো. মাসুদ, কেপিএমের জিএম (প্রশাসন) আব্দুল্লাহ আল মাহামুদ, জিএম (কর্মাশিয়াল) এসএম আব্দুল্লাহ আল মামুন, জিএম (এমটিএস) আবুল কাশেম, জিএম (অপারেশন) মইদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা

মোহাম্মদ হোসেন, চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতাল পরিচালক ডা. প্রবীর খিয়াং, রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডা. রহমত উল্লাহ, সবুজ সংঘ ক্লাবের সভাপতি শাহাদাৎ হোসেন চৌধুরী।
এসময় আরও উপস্থিত ছিলেন কাতার বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ ইউছুফ সিকদার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোর্শেদ আলম, কেপিএম সিবিএ সভাপতি আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আবু সরোয়ার,

চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি  জাকির হোসেন, সাধারন সম্পাদক আব্দুল মতিন, রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা বিএনপি নেতা মোঃ পারভেজ,কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলু, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মোহাম্মদ শাখের হোসেন, সদস্য সচিব মোঃ ইসমাইল হোসেন লিটন, রাঙ্গুনিয়ার যুবদল নেতা আবুল হাসেম, সাবেক কৃতি ফুটবলার আসলাম খান, মফিজুল হক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির উপদেষ্টা সামসুজ্জামান চৌধুরী রকি।

উদ্বোধনী খেলায় শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি সংসদ বনাম চন্দ্রঘোনা হান্ড্রেড ক্লাবের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এতে নির্ধারিত সময় ১-১ গোলে ড্র হয়। পরে ট্রাইবেকারে ৩-১ গোলে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি সংসদ জয়ী হয়। খেলায় ম্যাচ পরিচালনা করেন চট্টগ্রাম মহানগর রেফারী এসোসিয়েশনের সদস্য মুক্তি সাধন বড়ুয়া, দেলোয়ার হোসেন মিলু, মোঃ আল আমিন।