ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ১১:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাজশাহীর পবায় বাল্যবিবাহ প্রতিরোধে গন উন্নয়ন কেন্দ্র গাইবান্ধার প্রশিক্ষণ সভা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, December 17, 2024 - 9:56 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 7 বার

জিয়াউল কবীর স্বপন:রাজশাহীর পবা উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধে নিকাহ রেজিস্ট্রার,মসজিদ ইমাম,হিন্দু পুরোহিত ও সাংবাদিকদের প্রতিনিধি নিয়ে বাল্যবিবাহ প্রতিরোধে প্রশিক্ষণ সভা হয়েছে।

পবা উপজেলার কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় রাজশাহী জেলার ৩ টি উপজেলার ২০ জন নিকাহ রেজিস্ট্রার নিয়ে দিনব্যাপী এ প্রশিক্ষণ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা নির্বাহী অফিসার জনাব সোহরাব হোসেন, বিশেষ অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর’র উপ পরিচালক শবনম শিরিন,পবা উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন,পবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজি নাজমুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক জিয়ায়ল কবীর স্বপন।
ইসলামিক ফাউন্ডেশন পবার সুপার ভাইজার জাহাঙ্গীর আলমের সভাপতিত্তে প্রশিক্ষণ পরিচালনা করেন গন উন্নয়ন কেন্দ্রে গাইবান্ধা’র প্রকল্প ব্যবস্থাপক এ,ক,এম রোকনুদ্দৌলা।

এতে বাল্যবিবাহ প্রতিরোধে পবার ইউএনও ও আগত ব্যক্তিরা পারস্পরিক আলোচনায় বাল্যবিবাহ প্রতিরোধ প্রশিক্ষণ পর তা প্রতিরোধের মতামত ব্যক্ত করেন। উল্লেখ্য USAID’s এবং Winrock International এর সহযোগিতায় গণ উন্নয়ন কেন্দ্র (GUK) ‘’FSTIP’’ প্রকল্পটি গাইবান্ধা, সিরাজগঞ্জ, রাজশাহী, নওগাঁ এবং চাঁপাইনবাবগঞ্জ জেলায় বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করে যাচ্ছে।