ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৫:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ইতালির মনফালকনে বিএনপির আয়োজনে বিজয় দিবস পালিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, December 18, 2024 - 11:32 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 38 বার

জাকির হোসেন সুমন, ব্যাুরো প্রধান ইউরোপ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি ) ফ্রিওলিয়া ভেনেজিয়া জুলিয়া মনফালকনে গরিঝিয়া শাখা ইতালির আয়োজনে বাংলাদেশের ৫৩ তম বিজয় দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ইতালি মনফালকনে শহরের স্হানীয় একটি হল রুমে মনফালকনে গরিঝিয়া শাখা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান খান সোহেল এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো.লিটন ও সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন এর যৌথ পরিচালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, জাতীয় ও দলীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু করা হয়। দলীয় সঙ্গীত পরিবেশন করেন সাগর ও শানুর দল ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনফালকনে গরিঝিয়া শাখা বিএনপির প্রধান উপদেষ্টা ফরিদুল ইসলাম আনিস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনফালকনে গরিঝিয়া বিএনপির সাবেক প্রধান আহবায়ক ও বর্তমান উপদেষ্টা নুরুল আমিন খন্দকার ও উপদেষ্টা রকিব মোহাম্মদ ইলিয়াছ।

অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ইদ্রিস হাওলাদার, ফরিদ আহমেদ, সিরাজুল হক ভুইয়া টেনিস, শহিদুল্লা, ইসহাক মিয়া, রবি উল্লাহ , আতাউর রহমান, কামরুজ্জামান কামাল, সুহাগ মোল্লা প্রমুখ ।

উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ভারপ্রাপ্ত সভাপতি জনাব মো: জিয়াউর রহমান খান সোহেল। সম্মানিত অতিথীবৃন্দ ছাড়াও আরও বক্তব্য রাখেন সংগঠনের সহ সাধারণ সম্পাদক সুমন আহমেদ, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক ইন্জিনিয়ার ওমর ফারুক, রোমান, আইরিন সাজিয়া প্রমূখ। এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য সকল নেতৃবৃন্দ এবং যুবদলের সমর্থকবৃন্দ।

মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমানের আত্মার মাগফেরাত ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের জন্য দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত বিতরণ করা হয়। বক্তারা বলেন
সকলকে ঐক্যবদ্ধ্য থেকে বিজয়ের মাসে দেশ বিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ দৃষ্টি রাখার এবং বিশৃঙ্খলা কারীদের প্রতিহত করার জন্য সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানান।