ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ইতালির ইয়জুলো তে বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন কে সংবর্ধনা প্রদান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, December 18, 2024 - 11:34 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 29 বার

জাকির হোসেন সুমন ,  ব্যাুরো প্রধান ইউরোপ: ফেনীর সিন্ধুরপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন কে সংবর্ধনা  প্রদান করেছে ইতালির ভেনিসের ইয়জুলো বসবাসরত প্রবাসী  বাংলাদেশীরা ।  ইয়জুলোর একটি রেস্তোরায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে  মোকাদ্দস হোসেন ঈমাম এর কোরআন তেলোয়াত এর মধ‍্য দিয়ে  অনুষ্ঠান শুরু করা হয় । বাংলাদেশ কমিউনিটি ইয়জুলোর বিশিষ্টজন ও ব্যাবসায়ী সাইফুদ্দিন খালেদের  উপস্থাপনায়   ও বাংলাদেশ

এসোসিয়েশনের ইয়জুলোর ফখরুদ্দীন এর সভাপতিত্বে সভায়  ৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের স্বরণে  এক মিনিট নিরবতা পালন করেন উপস্থিত সকলে । আলোচনা সভায়  বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেনের এর বাংলাদেশ স্বাধীন হওয়ার পেছনে অবদান ও ভূমিকা র কথা তুলে ধরে  বক্তব্য রাখেন বক্তারা । সে সময় বক্তব্য রাখেন ,  আলমগীর,মানিক , রাজু , মন্জু ,বিশিষ্ট ব‍্যবসায়ী মিন্টু মিয়ার শুভেচ্ছা বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ গ্রহন করেন  বিশিষ্ট ব্যবসায়ী কচি , মামুন ভুঁইয়া সেক্রেটারি বাংলাদেশ এসোসিয়েশন , মিকি মেন্ডেজ, আমিন , ডিডি আনোয়ার ,  প্রমূখ ।  প্রধান অতিথি লোকমান হোসেন  তার বক্তব্যে বলেন,  দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব তরুন প্রজন্মের ।  প্রধান অতিথি মুক্তিযুদ্ধে শহীদদের ত‍্যগের কথা তুলে ধরেন । সে সময় আরো বক্তব্য রাখেন  তরুন , মানিক , রাজু ,নবী , আলমগীর প্রমূখ।  সংবর্ধনা অনুষ্ঠানে  বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন কে ফুলের শুভেচ্ছা জানানো হয়।