ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ২:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

পানছড়িতে বিজিবির উদ্যোগে আর্থিক সহায়তা ও বিভিন্ন সামগ্রী বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, December 19, 2024 - 12:00 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 35 বার
আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি : 
খাগড়াছড়ির পানছড়িতে লোগাং জোন (৩ বিজিবি) এর পক্ষ থেকে গরীব, দুস্থ ও অসহায় পরিবারের জন্য আর্থিক সহায়তা ও বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এই জনকল্যাণমূলক কর্মসূচির আওতায় এলাকার অসহায় মানুষদের সহায়তা প্রদান করা হয়।
এদিন, লোগাং জোনের অধিনায়ক, লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া, পিএসসি, এএসসি এর নেতৃত্বে ৯টি দুস্থ পরিবারকে ১ বান্ডিল করে মোট ৯ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়। এছাড়াও, ৩ জন অভিজ্ঞ মহিলাকে সেলাই মেশিন, ১ জন অসহায় পরিবারকে সোলার প্যানেল, এবং ৮ জন গরীব ও অসুস্থ রোগীর চিকিৎসা খরচের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়।
এছাড়াও, হাসান নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ১ সেট ব্যাডমিন্টন খেলার সামগ্রী এবং দুদুকছড়া এলাকার জনসাধারণের খেলার জন্য ১ সেট ভলিবল ও নেট সরবরাহ করা হয়েছে।
এই উদ্যোগের মাধ্যমে লোগাং জোন (৩ বিজিবি) পার্বত্য অঞ্চলের শান্তি, সম্প্রীতি এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে ভূমিকা রাখছে। বেসামরিক জীবনে মানুষদের স্বাভাবিক জীবনযাত্রা ও সমাজে একটি সুস্থ পরিবেশ নিশ্চিত করার জন্য বিজিবির এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া বলেন, “আমরা সবসময় পার্বত্য এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। বিজিবির এই ধরনের উদ্যোগ এলাকাবাসীর মধ্যে সামাজিক ঐক্য এবং সমঝোতা গড়ে তুলবে। আমাদের লক্ষ্য সমাজের সব শ্রেণির মানুষের উন্নয়ন এবং নিরাপত্তা নিশ্চিত করা।”
এ উদ্যোগে স্থানীয় জনগণও সন্তোষ প্রকাশ করেছেন এবং বিজিবির এই সহায়তায় তাদের জীবনমানের কিছুটা উন্নতি ঘটবে বলে আশা প্রকাশ করেছেন।