ঢাকা | ডিসেম্বর ২৮, ২০২৪ - ৯:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় বিদ্যুৎ তারে পৃষ্ঠ হয়ে যুবকের মৃত্যু

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, December 27, 2024 - 10:39 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 8 বার

রাঙ্গুনিয়া প্রতিনিধি:রাঙ্গুনিয়া উপজেলার রাণীরহাট বাজারে বিদ্যুৎ তারে পৃষ্ঠ হয়ে মো. রুবেল(২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাণীরহাট কে.বি.এস কনভেনশন ক্লাবের পাশে বিদ্যুৎ সঞ্চালনে সিসি ক্যামেরার কাজ করতে গিয়ে মর্মান্তিক এ দূর্ঘটনায় তার মৃত্যু হয়। মারা যাওয়া ওই যুবক একই এলাকার মো. রফিকের পুত্র। খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের কর্মীরা লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. জাহেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিসি ক্যামেরার ওয়াইফাই সংযোগে কাজ করতে গিয়ে বিদ্যুৎ তারে পৃষ্ঠ হয়ে তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।