জোড়া খুনের ঘটনায় মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা থেকে রাকিবকে নিস্বার্থ মুক্তির দাবিতে মানববন্ধন
মো: নাসিম নাচোল উপজেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলাধীন ফতেপুর ইউনিয়ন মল্লিকপুর মহাসড়কে স্থানীয় এলাকাবাসী ও সাধারণ জনগণ ২৭ ডিসেম্বর বিকাল ২.৩০ মিনিটের সময় এক বিশাল মানববন্ধন এর আয়োজন করেন ।
উক্ত মানববন্ধনে রাকিবকে গ্রেপ্তারের প্রতিবাদে বক্তব্য রাখেন মোঃ আবু বকর বাংলাদেশ যুব দল ফতেপুর ইউনিয়ন শাখা সাবেক সভাপতি। ফিরোজ কবির সুমন ( বিএনপির অন্যতম সংগ্রামী প্রভাবশালী নেতা মৃত জনাব সাদির আহমেদ ভুলুর ছেলে) রহনপুর রিয়াজউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
ইসমে আজম সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী ফতেপুর ইউনিয়ন শাখা। মোঃ জাহাঙ্গীর আলম সহ সভাপতি যুবদল ফতেপুর ইউনিয়ন।আল আমিন সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মী ও এলাকাবাসী । উক্ত মানববন্ধনে রাকিবের মুক্তি চেয়ে তার পরিবারের সদস্যরা পুলিশকে ঘিরে নানান অভিযোগ করে বলেন এস আই আলমগীর জোড়া খুনের ব্যাপারে তথ্য লাগবে বলে গত রবিবার ২৩-১২-২৪ ইং রাত ২ দুইটার সময় নিজ বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে যায়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আগামী সাত দিনের মধ্যে রাকিব কে মুক্তি না দিলে কঠোর কর্মসূচি ও থানা ঘেরাও করতে বাধ্য হব।
মানববন্ধনে রাকিবের মুক্তি চেয়ে আরো বলেন পুলিশ মোটা অংকের ঘুষ খেয়ে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে হয়রানি করছে। রাকিব একজন খেলাধুলা প্রিয় ব্যক্তি বিড়ি সিগারেট পর্যন্ত খাই না। রাকিব জোড়া খুনের বিষয়ে অভিযুক্ত অত্র এলাকায় একটি লোকও বলতে পারবে না।
১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবসের অনুষ্ঠানে এস আই আলমগীর সহ থানা পুলিশের সাথে রাকিব ও উপস্থিত ছিলেন তাহলে নিরপরাধ রাকিব কে কিভাবে পুলিশ গ্রেফতার করে ।