ঢাকা | ডিসেম্বর ২৮, ২০২৪ - ১:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

শেখ হাসিনা স্বৈরাচার প্রতিষ্ঠায় লিডারশিপ ধ্বংস করেছেন: সারজিস আলম

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, December 27, 2024 - 2:24 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 3 বার

স্নিগ্ধা খন্দকার পঞ্চগড় জেলা প্রতিনিধিঃজাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, “বিগত ১৬ বছরে শেখ হাসিনা স্বৈরাচার প্রতিষ্ঠা করতে গিয়ে নেতৃত্ব তৈরির ক্ষেত্র ধ্বংস করেছেন। এ সময়ে কোনো নতুন নেতৃত্ব তৈরি হয়নি, বরং তদবির ও চাটুকারিতা মগজে ঢুকিয়ে দেওয়া হয়েছে।”

তিনি বলেন, “শেখ হাসিনা কিছু অবকাঠামো নির্মাণ করে উন্নয়নের ছবি দেখিয়েছেন, কিন্তু এর আড়ালে লুটপাটের সম্রাজ্য গড়ে উঠেছে। মেট্রো রেল, পদ্মাসেতু, এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল—এসব দৃশ্যমান উন্নয়ন। কিন্তু শুধু অবকাঠামো দিয়ে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। এগুলোর মাধ্যমে জনগণের দৃষ্টি আকর্ষণ করে ভেতরে ভেতরে অপকর্ম চালানো হয়েছে।”

শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে আয়োজিত “জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা”-তে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, “গত ১৬ বছরে শেখ হাসিনা এমন একটি সংস্কৃতি তৈরি করেছেন, যেখানে লিডারশিপের পরিবর্তে দাসত্ব আর চাটুকারিতা বিকশিত হয়েছে। আমাদের প্রয়োজন প্রতিটি ক্ষেত্রে নতুন নেতৃত্ব। রাজনৈতিক, সামাজিক, ও অর্থনৈতিক প্রতিটি সেক্টরে নেতৃত্ব তৈরি করতে হবে।”

তিনি জানান, জাতীয় নাগরিক কমিটি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয় এবং ভবিষ্যতেও হবে না। এটি একটি “প্রেসার ক্রিয়েট গ্রুপ” হিসেবে কাজ করবে। ভবিষ্যৎ বাংলাদেশে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সারজিস আলম আরও বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে জাতীয় নাগরিক কমিটি একটি দায়িত্ব নিয়েছে। ভবিষ্যতের নেতৃত্ব তৈরি এবং প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের উন্নয়ন সাধনই এর মূল লক্ষ্য।”

সভায় বৈষম্যবিরোধী আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দ ও নাগরিক সমাজের বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।