কেরানীগঞ্জে ধলেশ্বরী টোল প্লাজায় ৬ জন নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেফতার
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে ধলেশ্বরী টোল প্লাজায় দ্রুতগামী বাসের ধাক্কায় দুই গাড়ির একই পরিবারের চারজন সহ ৬ জন নিহতের ঘটনায় ঘাতক বাসচালক মোহাম্মদ নুরুদ্দিন (২৯)কে গ্রেফতার করেছে র্যাব-১০। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শুক্রবার গভীর রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাস চালক নুরুদ্দিনের বাবার নাম মোহাম্মদ রফিক। তার বাড়ি ভোলা জেলার দৌলতখান থানার জয়নগর গ্রামে।
র্যাব-১০ এর সহকারী পরিচালক( মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার আজ সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গ্রেপ্তারকৃত নুরুদ্দিন গত ২৭ ডিসেম্বর শুক্রবার সোয়া ১০টায় রাজধানীর সায়দাবাদ থেকে বেপারী পরিবহনের বাসে (ঢাকা মেট্রো ব-১৪-৫১৭০)৬০ জন যাত্রী নিয়ে পটুয়াখালীর উদ্দেশ্যে যাচ্ছিল। বাসটিতে যাত্রী বোঝাই থাকলেও সে দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্য বেপরোয়া গতিতে বাসটি চালাতে থাকে। পরবর্তীতে এক পর্যায়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সকাল ১১টার সময় দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজায় টোল দেওয়ার জন্য অপেক্ষাকৃত একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে প্রাইভেট কারের একই পরিবারের চারজন এবং মোটরসাইকেলের একই পরিবারের মা ও ছেলেসহ ৬জন মর্মান্তিকভাবে নিহত হয়।
এই ঘটনায় আহত হয় অন্ততপক্ষে ১০জন।আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে। জিজ্ঞাসা বাদে গ্রেফতারকৃত নুরুদ্দিন জানাই, সে গত ১০ বছর যাবত বাস, ট্রাক, মিনিবাস সহ বিভিন্ন গাড়ি চালিয়ে আসছিল। তার ড্রাইভিং লাইসেন্সটিও গত দুই বছর যাবত মেয়াদোত্তীর্ণ ছিল। এছাড়া ঘাতক বাসটির কোন ফিটনেস সার্টিফিকেট ছিলনা। দুর্ঘটনার পর সে কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে অটো যোগে আব্দুল্লাহপুর আসে। পরে সে সিএনজি যোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি গ্রামে তার ফুফাতো বোনের বাড়ি চলে যায়।