ঢাকা | জানুয়ারী ৮, ২০২৫ - ৫:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

শ্রীমঙ্গল পৌরসভার ভেতর বিভিন্ন সড়কে ও বাজারে ফুটপাথ দখলমুক্ত রাখতে অভিযান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, January 6, 2025 - 2:38 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 5 বার

মোঃ ইমরান হোসেন মৌলভীবাজার প্রতিনিধি:
যানজট নিরসন এবং পথচারীদের নির্বিঘ্নে চলাচলের লক্ষ্যে পর্যটন নগরী শ্রীমঙ্গল পৌরসভার ভেতর বিভিন্ন সড়কে ও বাজারে ফুটপাথ দখলমুক্ত রাখতে অভিযান পরিচালনা করেছে পৌরসভা কর্তৃপক্ষ। রবিবার (৫ জানুয়ারি) দুপুরে এ অভিযানে নেতৃত্ব দেন, শ্রীমঙ্গল পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন। এ সময় অভিযানে অংশ নেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস।

পৌরসভা এলাকার ভানুগাছ সড়ক, স্টেশন সড়ক, হবিগঞ্জ সড়ক সহ বিভিন্ন সড়ক ও বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়ক ও সড়কের পাশে ফুটপাথ দখল করে অবৈধভাবে যেসব ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে সেগুলো উচ্ছেদ করা হয়েছে।

ফুটপাত দখল করে দোকানপাট গড়ে ওঠায় পথচারী ও যান চলাচলে চরম দুর্ভোগ দেখা দেয়। সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। এসব বিষয় পৌর প্রশাসকের নজরে আসলে তারা অভিযানে নামেন। অভিযান পরিচালনার সময় বিভিন্ন অনিয়মের কারণে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোবারক হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করেন।