ঢাকা | জানুয়ারী ৮, ২০২৫ - ৫:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, January 6, 2025 - 2:41 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 10 বার

জিয়াউল কবীর:তারুণ্যের উৎসব উপলক্ষে রাজশাহীতে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) সকালে শহীদ কামরুজ্জামান স্মৃতি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন-ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল।

খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি ও মতবিনিময়ের সময় তিনি বলেন, ভালো খেলোয়াড় হতে হলে অবশ্যই শারীরীক শক্তির পাশাপাশি খেলার প্রতি মনসংযোগ বৃদ্ধি আবশ্যক। সেই সাথে খেলার সময় ক্ষনে ক্ষনে দ্রুত সঠিক সিদ্ধান্ত নেয়ার দক্ষতা অর্জনও জরুরী।এছাড়া দক্ষ খেলোয়াড় হিসেবে নিজেকে গড়ে তোলা সম্ভব হয় না। বার বার অনুশীলনের কোন বিকল্প নেই। তাই ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট দক্ষ খেলোয়াড় তৈরিতে সহায়ক উক্ত ভাবে ভূমিকা পালন করবে বলে আমাদের বিশ্বাস।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তর রাজশাহীর উপ-পরিচালক এটিএম গোলাম মাহবুব, পবার উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. জাহিদ হাসান, বিসিবি’র অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্টের নির্বাচক নাদিফ চৌধুরী, বিসিবি’র অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্টের সহকারী ব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী খেলাটি খুলনা বিভাগ ও ঢাকা নর্থ এর মধ্যে অনুষ্ঠিত হয়েছে।