এম এ মালিক কালীগঞ্জ ক্রিকেট প্রিমিয়ার লীগ ২০২৫ , সিজন৬, উদ্বোধন

বালাগঞ্জ প্রতিনিধি: সিলেট জেলার বালাগঞ্জ উপজেলায় এম এ মালিক কালীগঞ্জ ক্রিকেট প্রিমিয়ার লীগ যাত্রা শুরু করেছে। ইস্ট ওয়েস্ট কালিগঞ্জ পাওয়ারস নেতৃত্বাধীন দলটি ওয়েস্ট কালিগঞ্জ স্টার্স ক্রিকেট ক্লাবকে ১৬ রানে পরাজিত করেছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচটি ১২ওভারে অনুষ্ঠিত হয়।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ইস্ট কালিগঞ্জ স্টার্স ক্রিকেট ক্লাব ১৩৫ রানের টার্গেট দেয়। জবাবে ওয়েস্ট কালিগঞ্জ স্টার্স ক্রিকেট ক্লাব নির্ধারিত ১৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ করে।
আলহাজ্ব এম এ মালিক কালীগঞ্জ ক্রিকেট প্রিমিয়ার লিগ ২০২৫ ,সিজন ৬, উদ্বোধনী ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচের কেষ্ট প্রধান করেন।বালাগঞ্জ সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক বালাগঞ্জ উপজেলা যুবদল বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক,সভাপতি কে সি সি ক্রিকেট ক্লাব কাওছার আহমেদ, বালাগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায় রেজাউল আহমদ ,কালিগঞ্জ আঞ্চলিক শাখার সভাপতি ফখরুল ইসলাম ,কালিগঞ্জ আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক মোঃ তাছকির আলী ,বিএনপি নেতা প্রবাসী মিজান আহমদ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।