ঢাকা | এপ্রিল ৬, ২০২৫ - ৫:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ধামইরহাটে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় খেলা অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, January 29, 2025 - 5:29 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 124 বার
মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে আবহমান গ্রামবাংলার ঐতিহ্যবাহী উৎসবের মধ্যে অন্যতম ঘোড় দৌড় প্রতিযোগিতা খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি)  বিকাল ৪ টায় ধামইরহাট পৌর কৃষকদলের আয়োজনে উপজেলার ফার্শিপাড়া মিনি স্টেডিয়ামের সামনে মাঠের মধ্যে এ ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
Oplus_131072
উক্ত খেলায় বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে আগত ঘোড়সওয়ারা খেলায় অংশগ্রহণ করেন। ঐতিহ্যবাহী জনপ্রিয় বিলুপ্ত প্রায় হারিয়ে যাওয়া খেলাটি নতুন প্রজন্মের নিকট পুনরায় উজ্জিবিত করতে বিভিন্ন শ্রেনীপেশার দর্শকেরা খেলা দেখার জন্য উপচে পড়েন। খেলায় পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক আরমান হোসেন রিপনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ধামইরহাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ ওয়াদুদ, উপজেলা বিএনপির অন্যতম নেতা ও ক্রীড়া সংগঠক আলহাজ্ব মো. হানজালা, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শামীম কবির মিল্টন, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম (লিটন), পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আনারুল ইসলাম, আতোয়ার রহমান, উপজেলা কৃষকদলের সভাপতি তরিকুল ইসলাম, জেলা মহিলাদলের সহ-সভাপতি মাজেদা বেগম, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সেলিনা আক্তার, সুলতানা রাজিয়া লাভলী, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য শাহিনা ইয়াসমিন, যুবদল নেতা রুবেল হোসেন রতন, মনসুর আলম, ছাত্রদল নেতা ওয়াসিফ আরাফাত ওভি, ওমর ফারুক রোমন, ফয়সাল আহমেদ প্রমুখ।
৪০টি ঘোড় সওয়ার খেলায় অংশগ্রহণ করেন এবং খেলা শেষে গ্রপ-এ পর্যায়ে প্রথম স্থান অর্জন করনে মোস্তাকিম হোসেন, গ্রপ-বি পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন ওবায়দুর রহমান।

Proudly Designed by: Softs Cloud