ঢাকা | এপ্রিল ৭, ২০২৫ - ২:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

মান্দায় ৩৬ শে জুলাই স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, February 18, 2025 - 3:47 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 65 বার
নওগাঁ প্রতিনিধিঃ “নতুন বাংলাদেশ করার প্রত্যয়ে আমরা নির্ভীক” প্রতিপাদ্যে নওগাঁর মান্দায় ৩৬ শে জুলাই স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দিনব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মান্দা উপজেলা শাখার আয়োজনে নওগাঁ টেক্সটাইল ইনস্টিটিউট এর ছাত্রদের অংশগ্রহণে এই ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। চারটি দলের অংশগ্রহণে ফাইনালে দ্বিতীয় ব্যাচের পঞ্চম পর্ব কে পরাজিত করে চতুর্থ ব্যাচের প্রথম পর্ব এই খেলায় বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।
উক্ত আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মহতাসিম- উর- রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া।
এছাড়াও বিশেষ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান, নওগাঁ টেক্সটাইল ইনস্টিটিউট এর অধ্যক্ষ সোহরাব হোসেন, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম সহ অনেকে।
এসময় অতিথিদের ফুল দিয়ে বরন ও ক্রেস্ট প্রদান করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মান্দা উপজেলার নেতৃবৃন্দরা।
খেলা শেষে অংশগ্রহণকারী সকল ছাত্রদের মাঝে মেডেল ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।#

Proudly Designed by: Softs Cloud