ঢাকা | এপ্রিল ১২, ২০২৫ - ৬:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ময়মনসিংহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও রমজানের পবিত্রতা রক্ষার্থে জামায়াতের বিক্ষোভ মিছিল

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, March 1, 2025 - 12:52 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 15 বার

আরিফ রববানী, ময়মনসিংহ : বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর জামায়াতের উদ্যোগে দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতির প্রতিবাদ ও রমজানের পবিত্রতা রক্ষার্থে দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২৮ ডিসেম্বর) বিকেলে নগরীর কৃষ্ণচূড়া চত্বরে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে টাউন হল মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সভাবেশের মাধ্যমে শেষ হয়।

ময়মনসিংহ মহানগর জামায়াতের আমীর মাওলানা কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সারের সঞ্চালনায় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল, সহ-সেক্রেটারি মাহবুবুল হাসান শামীম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আল হেলাল তালুকদার, বায়তুলমাল গোলাম মহসীন খান, শূরা ও কর্মপরিষদ সদস্য ডাঃ আব্দুল আজিজ সহ বিভিন্ন সাংগঠনিক থানা শাখার আমীর ও নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বলেন, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করা মুসলমানদের ঈমানী দ্বায়িত্ব। সমস্ত অশ্লীলতা, বেহাপনা বন্ধ করতে হবে। দিনের বেলায় হোটেল – রেস্তোরাঁ বন্ধ রাখতে সংশ্লিষ্ট মালিকগণ কে আহবান জানান। আইনশৃঙ্খলা উন্নতি, দ্রব্য মূল্যের উর্ধগতি রোধ, মাদক সেবন, ছিনতাই, রাহাজানি, সর্বস্থরে দূর্নীতি ও গুপ্ত হত্যা বন্ধ করে দেশে স্ফীতিশীলতা ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহবান জানান।

Proudly Designed by: Softs Cloud