বারহাট্টায় মহান স্বাধীনতা দিবস পালিত

মামুন কৌশিক,বারহাট্টা নেত্রকোনা:নেত্রকোনার বারহাট্টা উপজেলায় নানা আয়োজনের মাধ্যমে পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস ২০২৫।দিবসটি উপলক্ষে প্রথমেই উপজেলা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন বারহাট্টা উপজেলা প্রশাসন।
পরে একে একে পুষ্পস্তবক অর্পণ করেন বারহাট্টা মুক্তিযোদ্ধা কমান্ড, বারহাট্টা থানা পুলিশ, উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল সহ সকল অঙ্গ সংগঠন।
এছাড়াও পুষ্পস্তবক অর্পণ করেন বারহাট্টা সরকারি কলেজ, সিকেপি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়,রোজবাড কিন্ডারগার্টেন সহ অন্যান্য সকল শিক্ষা প্রতিষ্ঠান। পরে উপজেলা প্রশাসন এর উদ্যোগে অনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়।এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।