ঢাকা | এপ্রিল ৬, ২০২৫ - ১:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

স্বাবলম্বী ও সম্ভ্রান্ত পরিবারের সন্তান সফল ব্যবসায়ী আজাহারুল ইসলাম

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, March 29, 2025 - 2:26 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 21 বার

ষ্টাফ রিপোর্টার:মোঃ আজাহারুল ইসলাম ময়মনসিংহের মাসকান্দা ১৫ ওয়ার্ডের একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তার দাদার পিতা ছিল ইলিম মন্ডল।

ইলিশ মন্ডলের বসত বাড়ীতেই ১শত ৫০ শতাংশ, বাড়ীর পাশেই ১৩ শতাংশ জমি দিয়ে একটি মসজিদ নির্মাণ করে গেছেন যা এখন মাসকান্দা ৪তলা মসজিদ নামে পরিচিত। এছাড়াও ইলিশ মন্ডলের মাসকান্দা ও আকুয়া মৌজায় ৩ হাজার শতাংশ জমির মালিক ছিলেন। আজাহারুল ইসলাম পূর্ব পুরুষের জমি ছাড়াও তিনি নিজে ব্যবসা করে আর্থিক ভাবে অনেক স্বাবলম্বী হয়েছেন। তিনি ছোট কাল থেকে কঠোর পরিশ্রম করে সমাজে একজন সৎ ও সফল ব্যবসায়ী হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি প্রায় ২ যুগের বেশী সময় ধরে সততার সাথে রড ও সিমেন্ট এবং ফিসারির ব্যবসা করে আসছেন।

২০০৬ সালে আজাহারুল ইসলাম বেশ কয়েক বছর পরিবহন ব্যবসা করেছেন। তার নিজের ট্রাক ছিল। পরিবহন ব্যবসায়ও তিনি সুনাম অর্জন করেছিলেন। এই সকল ব্যবসার পাশাপাশি তিনি প্রায় ১ যুগেরও বেশী সময় ধরে ময়মনসিংহ সাব রেজিষ্ট্রি অফিসে সততার সাথে দলিল লিখকের কাজ করে এলাকার মানুষের আর্শিবাদ কুড়িয়েছেন। জমি বেচা-কেনা ও কাগজ পত্র জানা শুনার জন্য এবং সু পরামর্শ নেওয়ার জন্য এলাকাবাসী তার কাছে ছুটে আসেন। এলাকার মানুষকে সব সময় সৎ পরামর্শ দেন।

তাই এলাকার মানুষ তার প্রতি সন্তোষ্ট। তিনি একজন সৎ, নিষ্ঠাবান, সামাজিক মানুষ হিসাবে তার সাথে এলাকার ছোট, বড় সকল মানুষের সুসম্পর্ক বিরাজমান। সকলেই তাকে ভালবাসে। আজাহারুল ইসলাম তার জীবনে কোন সময় কোন রাজনৈতিক দলের কোন সদস্য পদেও ছিলেন না। সে একজন সফল ব্যবসায়ী হিসাবে সমাজে পরিচিত। সে সারা দিন রাত কঠোর পরিশ্রম করে তার নিজের রড সিমিন্টের ব্যবসা ও ফিসারির কাজে ব্যস্ত থাকেন এলাকাবাসী সূত্রে জানা যায়।

এলাকাবাসীর সাথে কথা বলে আরও জানা যায়- আজাহারুল ইসলাম একজন, ধার্মিক, ন্যায় পরায়ন, সৎ, পরোপকারী, হাস্যেজ্জ্বল ও সাদা মনের মানুষ। এলাকার কোন মানুষ বলতে পারেনি যে আজাহারুল ইসলাম কোন দুর্নীতির সাথে জড়িত ছিল, কোন অনিয়মের সাথে জড়িত ছিল, কোন দলের সাথে জড়িত ছিল বা কোন অন্যায় কাজের সাথে জড়িত ছিল।

তিনি একজন সাদা মনের, এলাকার সকলের ভালবাসার মানুষ। তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে দিয়ে এলাকার যে কোন পরিচিত লোক হেটে গেলে মুখ ভরে হাসি মুখে ডাক দিয়ে চা পান খাওয়ায়ে আপ্যায়ন করে, তার আতিতীয়তায় মুগ্ধ এলাকাবাসী। তিনি এলাকায় ঝগজা-ঝাটি করছেন বা কাউকে গালাগালিজ করছে এমন কোন নজির নেই কাজেই এলাকার ছোট বড় সকল পেশা শ্রেণীর মানুষ আজাহারুল ইসলামকে মনে প্রাণে ভালবাসেন।

আজাহারুল ইসলাম বিগত করোনা মহামারিতে সমাজের অসহায় মানুষকে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করেছেন এবং তিনি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানাদিতে নিজের সাধ্যমতো এলাকার মানুষকে সহযোগিতা করে থাকেন। এক কথায় আজাহারুল ইসলাম বর্তমান সমাজের একজন ভাল মানুষ। সকলেই তার মঙ্গল কামনা করেন।

Proudly Designed by: Softs Cloud